দুর্নীতির দায়ে বগুড়ায় অ্যাডভোকেট জহুরুল
ইসলামের ৪ বছরের কারাদণ্ড।
বগুড়ায় জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জন করার অপরাধে, সমবায় শিল্প বণিক সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল ইসলামের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন বগুড়ার বিশেষ আদালত।
মঙ্গলবার দুপুরে দূর্নীতি দমন বিশেষ আদালতের জজ মো. আয়েজ উদ্দিন এ রায় দেন। এ ছাড়াও অবৈধভাবে অর্জন করা ২ কোটি ৪৭ লাখ টাকাও বাজেয়াপ্ত করার নির্দেশও দেন বিজ্ঞ বিচারক। দুর্নীতি দমন কমিশন( দুদক) এর বগুড়ার পিপি মাহমুদা খাতুন সুখী সাংবাদিকদের কাছে উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন ।
কারাদণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট জহুরুল ইসলাম বগুড়া গাবতলীর সোনারায় আটাপাড়া এলাকায় তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের শিক্ষক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ । তার বাড়ি রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামে হলেও বগুড়া শহরের জামিল নগর এলাকায় বিলাস বহুল বাড়ি নির্মাণ করে বসবাস করেন। তবে পরিবারের লোক দাবী করেছে আইনী লড়াইয়ের মাধ্যমে অ্যাডভোকেট জরুল ইসলাম মুক্তি পাবে এবং নির্দোষ প্রমাণিত হবে।