বগুড়ায় ৩০০পিস ইয়াবা ট্যাবলেটসহ লেবাসধারী মাদক ব্যবসায়ী আজাদ গ্রেফতার
নিউজ ডেস্ক।
জেলা গোয়েন্দা শাখা, গত মঙ্গলবার বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল সলংগ্ন বগুড়া টু নওগাঁগামী পাকা রাস্তা থেকে কূ-খ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
মাদক ব্যবসাী, মোঃ আবুল কালাম আজাদ (৩৮), পিতা মৃত আলতাফ আলী, গ্রাম,খাদাশ ভোলাগাড়ী, শাজাহানপুর-বগুড়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালতে ৩টি মাদকদ্রব্য মামলা বিচারাধী রয়েছে।
লেবাসধারী সেই কূ-খ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।