November 9, 2025, 4:55 am
শিরোনাম :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ড কোচ-কাউন্টার শ্রম কল্লান উপ-কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শাজাহানপুরে অত্যাধুনিক ধারালো চাকু সহ একজন গ্রেফতার। পোড়া শরীর নিয়ে হাসপাতালে গিয়েছিল, আরিয়ান, , বগুড়া নন্দীগ্রামের সন্তান ডেপুটি এ্যাটোর্নি জেনারেল হলেন আহসান হাবিব গামা গাইবান্ধার গোবিন্দগঞ্জে বহুল আলোচিত ৩ সাঁওতাল হত্যার বিচারের দাবীতে সমাবেশ। বগুড়া শিবগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সুস্ততা কামনায় ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালের বিশেষ প্রার্থনা। বক্তব্য রাখছেন গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছরি আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার। বগুড়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্বব ও সংহতি দিবস। গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হামলায় গরু ব্যাবসায়ি নিহত। গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হামলায় গরু ব্যাবসায়ী নিহত।

বগুড়া জেলা ডিবির বিশেষ অভিযানে আন্ত জেলা চোর চক্রের ১(এক) জন সদস্য গ্রেফতার

ফয়সাল আহাম্মদ।

বগুড়া জেলা প্রতিনিধি

ডিবি, বগুড়া’র বিশেষ অভিযানে আন্ত: জেলা চোর চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার এবং ০১ (এক) টি চুরিকৃত মোটর সাইকেল উদ্ধার;
গত ০৩/১১/২৫ খ্রি. তারিখ রাত্রী অনুমান ১০.০০ ঘটিকা হতে যেকোন সময় বগুড়া সদর থানাধীন ছোট বেলাইল গ্রামস্থ বাদী মোঃ গোলাম দস্তগীর এর আত্নীয় জনৈক মোঃ মঞ্জ মিস্ত্রী এর বসত বাড়ীর বাইরের বারান্দার উপর হতে একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, যার রেজিঃ নং- বগুড়া ল-১৩-৯২০৮, চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র এসআই মোঃ স্বপন মিয়া এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানাধীন ইসলামপুর হরিগাড়ী এলাকায় হতে জনগণের সহায়তায় চোর সন্দেহে জনগণ মোঃ আরিফুল ইসলাম (২৬), পিতা- মোঃ নিলু ড্রাইভার, মাতা- মোছাঃ তুলি বেগম, সাং- ইসলামপুর হরিগাড়ী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে উক্ত মোটর সাইকেলটি চুরি করে সিরাজগঞ্জ জেলার শাজাদপুর থানাধীন অজ্ঞাত ব্যাক্তির বাড়ীতে রেখেছে। তার দেওয়া তথ্য মোতাবেক ০৫/১১/২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার শাজাদপুর থানাধীন জগনিদহ উত্তরপাড়া গ্রামস্থ সিরাজগঞ্জ রোড টু শাজাদপুর গামী মহাসড়কের পাশে আরটি সলিউশন ওয়ার্কসপের সামনে হতে উল্লেখিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
প্রকাশ থাকে যে, ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র মাদকসহ সর্বমোট ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় চুরি মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা